নিখোঁজ মাইকেল চাকমার সন্ধানে সহযোগিতা চেয়ে সিএইচটি কমিশন ও ৪ সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাত

নিখোঁজ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান ও তাকে সুস্থ অবস্থায় উদ্ধারে সহযোগিতা চেয়ে চার সংগঠন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর নেতৃবৃন্দ সিএইচটি কমিশনের সাথে সাক্ষাত করেছেন।

মঙ্গলবার (৭ মে) বিকালে ঢাকায় কমিশনের কার্যালয়ে নেতৃবৃন্দ এ সাক্ষাত করেন। সাক্ষাতকালে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সুলতানা কামাল, উপদেষ্টা মেঘনা গুহ ঠাকুরতা, সদস্য খুশী কবির ও রিসার্চ অফিসার ইলিরা দেওয়ান। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এসব তথ্য জানা গেছে ।

চার সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা প্রমুখ। এ সময় মাইকেল চাকমার বড় বোন সুভদ্রা চাকমাও ছিলেন।

এ সময় চার সংগঠনের নেতৃবৃন্দ মাইকেল চাকমা নিখোঁজ হওয়ার ঘটনা এবং সোনারগাঁ থানা কর্তৃপক্ষের বিভ্রান্তিমূলক পরামর্শ ও অসহযোগিতামূলক আচরণ সম্পর্কে কমিশনকে অবহিত করেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা নিখোঁজ হন। আজ পর্যন্ত তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!