নিখোঁজের পরদিনই লাশ হয়ে ফিরলেন দক্ষিণ কাট্টলীর মাছ বিক্রেতা

বুধবার রাতে ঘরে ফেরেননি মাছ বিক্রেতা প্রিয়নাথ দাশ। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় চট্টগ্রামের পাহাড়তলীর বারুণি ঘাট বেড়িবাঁধের পশ্চিম পাশ থেকে তার লাশ পাওয়া গেল। তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন এবং মুখমণ্ডল থেঁতলানো রয়েছে।

৪৫ বছর বয়সী প্রিয়নাথ দক্ষিণ কাট্টলী এলাকার শিব মন্দিরের পাশের একটি বাড়িতে থাকতেন। প্রিয়নাথের স্বজনরা জানিয়েছেন, বুধবার দুপুর ২টার দিকে তিনি ঘর থেকে বের হয়েছিলেন। রাতে আর ঘরে ফেরেননি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে বেড়িবাঁধের কাছে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশের শরীরে রক্ত এবং ভারী বস্তুুর আঘাতের চিহ্ন দেখা গেছে।

বুধবার রাতে ঘরে না ফিরলেও প্রিয়নাথের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি বলে তিনি জানান। তার সঙ্গে কারও বিরোধ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি মাইনুর।

ওসি মাইনুর জানান, সিআইডির ফরেনসিক টিম এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!