নিউ মার্কেট এলাকায় হকার-পুলিশ সংঘর্ষঃ আটক ৯

নিউ মার্কেট এলাকায় হকার-পুলিশ সংঘর্ষঃ আটক ৯ 1বিশেষ প্রতিনিধি : নগরীর নিউমার্কেট এলাকায় সড়কে ভাসমান হকারদের সাথে পুলিশের তুলুম সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালালে হকাররা গুলির জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে । পুলিশ অন্তত ২৫ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। সংঘর্ষে তিন পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৬ জুন) বিকালে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নিউ মার্কেট এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখতে প্রথম রমজান থেকে রাস্তার ওপর হকার্সদের না বসতে দেয়ার সিদ্ধান্ত নেয় সিএমপি ও হকার্স নেতারা। এ কয়েকদিন সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তার ওপর কোন হকার বসেনি। শুক্রবার বিকেলে হঠাৎ কিছু হকার রাস্তার ওপর বসে পড়ে। এসময় পুলিশ তাদের বাঁধা দিলে তারা পুলিমের ওপর হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ওসি বলেন, হকাররা পুলিশের ওপর হামলা চালানোর সময় পুলিশ আত্মরক্ষার্থে ২১ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই এলাকা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যানজট নিরসনের জন্য হকারদেরকে রাস্তামুখী দোকান না বসানোর জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা অমান্য করে হকাররা রাস্তামুখী দোকান খুলে বসে। শুক্রবার বিকেলে রাস্তামুখী দোকান সরিয়ে দিতে পুলিশ অভিযানে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় জুবিলি রোডের জলসা সিনেমা মার্কেট এলাকায় ভবনের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এরপর পুলিশ লাটিচার্জ শুরু করে, শর্টগানের গুলি ছোড়ে। এসময় হকারদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের দুই ঘণ্টা পর সন্ধ্যার দিকে নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়ি চলাচলও শুরু হয়। বৃষ্টির কারণে ফুটপাতের হকাররা প্লাস্টিক দিয়ে নিজেদের মালামাল ঢেকে রেখেছেন। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে নয়জন হকারকে আটক করেছে। তাঁদের কোতোয়ালি থানা ভবনে রাখা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!