নিউমার্কেট টু স্টেশনরোড, একরাতেই ২০২ চোরাই মোবাইল পেল পুলিশ

মাত্র এক কিলোমিটার সড়কের অভিযানে একরাতেই ২০২ চোরাই মোবাইলের সন্ধান পেয়েছে নগর পুলিশ। ছিনতাই কিংবা মোবাইল চুরির এসব ঘটনার সঙ্গে জড়িত ১১ অপরাধীকেও এ সময় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল ছিনতাইয়ে জড়িত আরও ৫০ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে স্টেশন রোড সড়কে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ফজলুল করিম, মো. শাহ আলম, মহিউদ্দিন, ইয়াকুব হোসেন সাইমুন, রাজিব হোসেন, মো. সাজ্জাদ, মিজানুর রহমান রাকিব, মো. শাহাদাত, শাকিল, দুলাল এবং রবিন। গ্রেপ্তার হওয়া এসব অপরাধীদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
নিউমার্কেট টু স্টেশনরোড, একরাতেই ২০২ চোরাই মোবাইল পেল পুলিশ 1
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, ‘দিনব্যাপী সিরিজ অভিযান চালিয়ে মোবাইল চুরি, ছিনতাই ও চোরাই মোবাইলগুলো বিক্রির সাথে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই শতাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে। এরা বাসা বাড়ি থেকে, ভিড়ে প্যান্টের পকেট থেকে, গাড়ির জানালা থেকে ছোঁ মেরে এসব মোবাইল চুরি ও ছিনতাই করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কোতোয়ালী এলাকায় চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ১২টি গ্রুপ এবং চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত আছে ৫০ জন ব্যবসায়ী। তাদের অনেকের নাম আমরা পেয়েছি। তাদের গ্রেপ্ততারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছে রাব্বি, বাদশা, হোসেন, আলী, বস লিটন, আজমের নেতৃত্বে ১২টি গ্রুপ। তাদের শনাক্ত করে গ্রেপ্ততারে অভিযান চালানো হবে।’

নগরবাসীকে স্বল্প মূল্যে চোরাই ফোন না কেনার পরামর্শ দিয়ে ওসি মহসীন বলেন, ‘চোরাই মার্কেটে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন অর্ধেক দামে বিক্রি করা হয়। এসব ফোন যারা কেনেন তারা মনে করেন-অল্প দামে ফোন পাচ্ছেন। কিন্তু এসব কিনে তারা বিপদে পড়েন। আমরা অনুরোধ করবো যাতে কেউ চোরাই মোবাইল না কেনেন।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!