নাসিরাবাদ স্কুলে বহিরাগতদের ক্রিকেট অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বাধীনতা ক্রিকেট একাডেমি’ নামের একটি সংগঠন অবৈধভাবে দীর্ঘদিন স্থায়ীভাবে ক্রিকেট পিচ নির্মাণ করে খেলাধুলা চালিয়ে আসছিল।পাশাপাশি সংগঠনটি সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ, মালামাল ও সরঞ্জামাদি রেখে ক্রিকেট কোচিং কার্যক্রম পরিচালনা করছিল।

কিন্তু শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নির্মিত ক্রিকেট পিচ, স্থাপনা, মালামাল ও সরঞ্জামাদি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

জানা যায়, স্কুল চলাকালীন বহিরাগতদের খেলাধুলার কারণে স্কুল শিক্ষার্থীদের পাঠদান ও খেলাধুলার সমস্যা হচ্ছিল। এছাড়া ক্যাম্পাসের ভেতর স্বাধীনতা ক্রিকেট একাডেমির কার্যক্রমের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।

নাসিরাবাদ স্কুলে বহিরাগতদের ক্রিকেট অবৈধ স্থাপনা উচ্ছেদ 1

স্কুল কর্তৃপক্ষ এসব খেলাধুলা বন্ধে একাধিকবার বলে আসলেও এতে কর্নপাত করেনি বহিরাগতরা।

অবশেষে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পরিচলিত অভিযানে স্কুল ক্যাম্পাসে দুটি ক্রিকেটের কংক্রিট পিচ, ২০টি লোহার স্ট্যান্ড, ১টি ক্রিকেট নেট উচ্ছেদ করা হয়।

এছাড়া স্কুল হোস্টেলে স্টাফদের যোগসাজশে রাখা স্বাধীনতা ক্রিকেট একাডেমির ক্রিকেট সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোচ মো. সালাউদ্দিনকে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

সিএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!