নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিদিন রিপোর্ট :

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের সনাতনী ছাত্র যুবক সংগঠন।

14961491_1281599281870830_587387392_n

বিক্ষোভ মিছিলটি আজ মঙ্গলবার দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে আন্দরকিল্লাহসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নের্তৃবৃন্দরা তিনটি দাবী উপস্থাপন করে।

 

দাবীগুলো হলো, “ধর্মীয় সন্ত্রাস কে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গন্য করে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার, স্বাধীনতা পরবর্তী হিন্দুদের উপর চালিত ধর্মীয় সন্ত্রাসে ক্ষতগ্রিস্তদরে যথাপযুক্ত ক্ষতিপূরণ, নাসিরনগরে হিন্দুদের উপর সন্ত্রাস চলাকালীন সময়ে কাল ক্ষেপনের মাধ্যমে ইন্দনদাতা এবং কুটক্তুকারী সাংসদ মন্ত্রী ছায়েদুল হকের বহিস্কার ”

 

চট্টগ্রামের সনাতনী ছাত্র যুবকদরে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে ২৫ টি সংগঠন এবং সহস্রাধীক উপস্থিতি ছিল লক্ষনীয়।

 

সমাবেশে বক্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ তিনটি দাবী মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন। এছাড়া চট্টগ্রামের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও থানায় মাসব্যাপি বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রিপোর্ট : রাজীব প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!