নাসিমন ভবনে উত্তর জেলা ছাত্রদল সভাপতির ওপর অতর্কিত হামলা

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফছার জুয়েলের ওপর হামলা করেছে নিজ দলের নেতাকর্মীরা।
সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১১টায় নগরীর নাসিমন ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। এই সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৪ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

হামলার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হামলা হয়নি। একটু ধাক্কাধাক্কি হয়েছে। পরে সেটা মিটমাট হয়ে গেছে।’

উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের সাথে উত্তর জেলা ছাত্রদলের ৫ জনের বৈঠক ছিল। আমার জরুরি কাজ থাকায় বৈঠক থেকে বের হয়ে দ্রুত হাটহাজারীর উদ্দেশ্যে রওয়ানা দিই। পথে শুনি সভাপতি আক্রান্ত হয়েছেন। অন্ধকারে হামলা হয়েছে। আমার ধারণা মিরসরাই কেন্দ্রিক গ্রুপের কেউ এই হামলা করেছে।’

উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিস আক্তার টিটু বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে যেই মাত্র নাসিমন ভবনের নিচে নামি, অন্ধকারে কিছু বুঝে উঠার আগেই জুয়েলের ওপর হামলা হয়। নগর ছাত্রদলের নেতারাসহ আমরা তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করি। তবে ততক্ষণে তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয়েছে।’

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ২০১৭ জাহেদুল আফছার জুয়েলকে সভাপতি ও মনিরুল আলম জনিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের উত্তরজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। শুরু থেকেই বিতর্ক লেগে থাকে এই কমিটির পিছনে। কারণ ২৩ জনের ১৯ জনই বিএনপির যুগ্মসম্পাদক কারাবন্দি আসলাম চৌধুরীর অনুসারী। বাকি ৪ জন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের অনুসারী। এর আগেও গত আড়াই বছরে দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারি হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে ২৪ জানুয়ারি রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোসাদ্দেক সাফির নেতৃত্বে চার সদস্যের টিম চট্টগ্রাম আসেন। প্রতিনিধিদলের অপর তিন সদস্য হলেন যুগ্ম সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার, সহ-সম্পাদক মাঈন উদ্দিন নিলয় এবং সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদ সাব্বির।

প্রতিনিধি দল প্রথম দিন (২৫ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে বৈঠক করে। ২৬ জানুয়ারি বিরতি দিয়ে ২৭ জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলার সাথে বসেছিল। আগামী দুই দিন চট্টগ্রাম নগর, দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বৈঠক করার কথা রয়েছে।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!