নাশকতা ঠেকাতে র‌্যাবের টহল জোরদার

নাশকতা ঠেকাতে র‌্যাবের টহল জোরদার 1বিশেষ প্রতিবেদক : ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে যে কোন ধরনের নাশকতা ঠেকানোর সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৭ নভেম্বর) নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ছিল র‌্যাবের টহল। সন্ধ্যার পর থেকে এ টহল আরও জোরদার করা হয়।

নগরের বন্দর ভবনের সামনে, ইপিজেড মোড়, অলংকার মোড়, জিইজি মোড়, আগ্রাবাদ, বহদ্দারহাট, কাজীর দেউরীসহ বিভিন্ন এলাকায় র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামে যাতে কোনো গোষ্ঠী নাশকতা করতে না পারে সেজন্য আগে থেকে এমন প্রস্তুতি বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি বলেন, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে র‌্যাবের টহল রয়েছে। সন্ধ্যার পর থেকে এ টহল আরও জোরদার করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!