নালায় ঢালা হল ভেজাল রঙ

ভেজাল রঙ নালায় ঢাললেন ইউএনও। ভেজাল রঙ মিশিয়ে খাদ্য তৈরি করায় ওই রঙ উদ্ধার করে নালায় ঢেলে দেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। ক্ষতিকর রঙ রাখার দায়ে কাটিরহাটে প্রবাদ বাবুর চায়ের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা গুণতে হয়। শুক্রবার দুপুরে পরিচালিত এ অভিযানে এছাড়া মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও রুহুল আমিন জানান, ওই দোকানে ক্ষতিকর রঙ মিশিয়ে জিলাপি বেগুনি এবং চপ তৈরি করা হচ্ছিল। তাকে হাতেনাতে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক বিক্রেতাকে কলার হালি ৫০ টাকা বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাঘাবাড়ির নকল ঘি ও নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে খোরশেদুল আলম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

এইচইউ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!