নারীর ব্যাগ টেনে ছিনতাই, কোতোয়ালীতে গ্রেপ্তার ৩

নারী পথচারীর ব্যাগ টেনে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জুবলি রোড জলসা শপিং কমপ্লেক্স এবং নূর আহম্মদ সড়কের মেট্রোপোল কমিউনিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে এবং দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইফুল (২৪), ফজলে আকবর (২২), মো. শাহীন (২৮)।

ওসি মহসিন জানান, কোতোয়ালীর থানার জুবলি রোড জলসা শপিং কমপ্লেক্সের সামনে আসামি মো.সাইফুল নারী পথচারীর ভ্যানিটি ব্যাগ থেকে জোর করে মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরোও জানান, নূর আহম্মদ সড়কের মেট্রোপোল কমিউনিটি সেন্টার এলাকায় আসামি ফজলে আকবর এবং মো. শাহীন বাদি ফজলে আকবর আর মো. শাহীনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করে। একপর্যায়ে নগদ টাকা ও একটি মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের সাহয্যে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানান ওসি।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছেও বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!