নাফনদীতে দরিদ্র জেলের প্রাণ গেল মিয়ানমার সেনাদের গুলিতে

নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে টেকনাফের ৫ নম্বর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আবুল কালাম (৩২) নামের আরও এক যুবক।

নিহত নুর মোহাম্মদ হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে এবং আহত আবুল কালাম একই গ্রামের বখতিয়ার আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, ‘দু’জন বুধবার রাত ১১টায় নাফনদীতে ঠেলা জাল নিয়ে মাছ শিকারে যায়।

স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোছাইন বলেন, ‘বিজিপির গুলিতে নিহত ও আহত ব্যক্তি অসহায়-গরীব এবং প্রকৃত জেলে। অভাবের তাড়নায় নাফনদীতে জাল টানতে গিয়েই নাফনদীতে টহলরত মিয়ানমার নেভী সদস্যদের গুলিতে নিহত ও আহতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি বলেন, ‘বিজিপির গুলিতে এক জেলে নিহত ও অপর এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। আহত জেলে চিকিৎসাধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!