নাদের খানের হালদা ভ্যালী সংরক্ষিত বনে পাহাড় কাটছে

চট্টগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে ফটিকছড়ির সংরক্ষিত বনের ভেতর হালদা ভ্যালী টি এস্টেট পাহাড় কাটছে বলে অভিযোগ করেছে বন বিভাগ। এই চা বাগানটির মালিক পেডরোলো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান।

বুধবার (১ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট এলাকার বাদুরখিল ব্লকের বাদুরখিল মৌজার সংরক্ষিত বনাঞ্চলের আনন্দীপুর নামক ওই স্থানে এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটছে প্রতিষ্ঠানটি।

নাদের খানের হালদা ভ্যালী সংরক্ষিত বনে পাহাড় কাটছে 1

জানা গেছে, সংরক্ষিত বনের জায়গা দখল করে হালদা ভ্যালী চা বাগানের সম্প্রসারণ করলে বাধা দেয় বন বিভাগ। পরে দুই পক্ষই জায়গার মালিকানা দাবি করলে বিষয়টি গড়ায় আদালতে। আদালত ফটিকছড়ির নারায়ণহাট রেঞ্জের বালুখালী বিটে ওই জায়গাটির ওপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে আবার বনের ভেতরে থাকা পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে হালদা ভ্যালী টি এস্টেট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে নারায়ণহাটের রেঞ্জ কর্মকর্তা সুরজিত বলেন, ‘ওই জায়গা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও হালদা ভ্যালীর চা শ্রমিকদের নিয়ে পাহাড় কেটে সড়ক বানাচ্ছে। আমাদের বাধা সত্ত্বেও তারা বনের জায়গা কেটে এ রাস্তা বানাচ্ছে।’

তবে পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করে হালদা ভ্যালীর ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘ওটা আমাদের জায়গা। আমার এক্সকেভেটর দিয়ে বাগান করার জন্য আপগ্রেডিং করছি। আমরা কোন পাহাড় কাটছি না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!