নাট্যাধারের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাট্যাধারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মহড়া ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর)এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলের পুরাতন ও নতুন সদস্যরা উপস্থিত হন।

দলটির প্রশাসনিক কর্মকর্তা ও নাট্য নির্দেশক মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন বাহাউদ্দিন মিরান।

অনুষ্ঠানে দলের পুরাতন ও নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মর্তুজা আলী, জামাল হোসাইন মন্জু, দেবাশিস রুদ্র, আসিফ উদ্দি শুভ, মো. কাউসার মজুমদার, মায়েচিং মারমা, রোমানা রশিদ, জিসাদ জোহান, স্বস্তিকা দাশ প্রান্তি, নাদিরা সুলতানা হেলেন, মো. নজরুল ইসলাম তুহিন, জসীম উদ্দিন আহমেদ, সুপ্রিয়া চৌধুরী, দীদার মোর্শেদ, আতিকুল ইসলাম আতিক, মো. হারুন বাবু, মো. আবুল হাশেম খান, আশিক আরেফিন, আজিজ বাবু, মুজিবুর রহমান সজিব, শারমিন সুলতানা রাশা, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে দলটি গঠনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘বিগত এক যুগে ‘নাট্যাধার’ একাধিক নাটকের প্রায় আড়াই শতাধিক প্রদর্শনী সম্পন্ন করেছে। নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘শিখন্ডী কথা’, ‘জাল’ ‘স্মৃতি-৭১’, ‘হিড়িম্বা’, ‘বীরাঙ্গনা স্বাক্ষাৎকার’, ‘ভগা কাইন’, ‘কাল বোধন’, ‘মাস্টারদা’, ‘ফুলজান’, উন্মাদ সাক্ষাৎকার’ ‘ইউএসটিসি বধ্যভূমি’ ‘৩২ ধানমন্ডি এবং,, ‘যাত্রাপালা’ ‘বাংলার মহানায়ক’ ইত্যাদি।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!