নাগিন পাহাড় কাটায় ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সোয়া ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার নাগিন পাহাড় দখল ও কাটার দায়ে আবারও ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২১ নভেম্বর) শুনানি শেষে অভিযুক্তদের ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেদিন শুনানিতে অনুপস্থিত ছিল এ ৭ জন।

পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, নাগিন পাহাড় দীর্ঘদিন পাহাড়খেকোদের দখলে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে বড় অংকের টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের ধারাবাহিকতায় নাগিন পাহাড় কাটার দায়ে শুনানিতে ৩৪ জন অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানকে হাজির থাকার নোটিশ দেয়া হয় ১৮ নভেম্বর। তার মধ্যে শুনানিতে হাজির হয় ১৯ জন ব্যক্তি প্রতিষ্ঠান।

অনুপস্থিত থাকা ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২১ নভেম্বর শুনানিতে উপস্থিত থাকার নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তর। রোববার (২১ নভেম্বর) শুনানি শেষে নাগিন পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!