নাইক্ষ্যংছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাইক্ষ্যংছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 1মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি ঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৯ আগষ্ট শনিবার বিকাল ৫টার উপজেলার বাইশারী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈয়দ নুর কারবারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান।
ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাফর আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আহাম্মদ মধু, রামু উপজেলার বিএনপির সদস্য জয়নাল আবেদীন টুক্কু, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ছব্বির আহাম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বান্টু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, যুবদল যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুবদল নেতা এম.হাবিবুর রহমান রনি, সাবেক ছাত্রদল সভাপতি ও সৌদি প্রবাসী মোঃ আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাজালাল ভুট্টো, ছৈয়দ হোছন,খোকন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা থাকবে অপরিসীম, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য স্বেচ্ছাসেবক দলই অগ্রনী ভূমিকা পালন করবে। এসময় তারা আরো বলেন বর্তমান অবৈধ এ সরকারের খুন, ঘম, ধর্ষণ সহ অপকর্মের বিরোদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে আগামী সংসদ নির্বাচনে দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে দলের হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভাশেষে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!