নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। নিহতরা হলেন মো. ইয়াছিন (৩০) ও হোসেন আলী (২০)। দু’জনই কক্সবাজারের কতুপালং-২ এর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শনিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৩টায় ঘুমধুম ইউনিয়নের সাম্পানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের সিও লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি বলেন, ‘শনিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ ইয়াবার চালান নিয়ে আসছিল এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা আগে থেকেই ওই জায়গায় অবস্থান নেন। পরে ওই দলের সদস্যদের মাদকের চালানের বিষয়ে চ্যালেঞ্জ করলে ওরা আমাদের ওপর ফায়ার শুরু করেন। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা পাল্টা গুলি চালালে ওদের একটি গ্রুপ পাহাড়ের ভেতর দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহতদের কোমর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। ওই গ্রুপটি নিয়মিত ইয়াবা চালান নিয়ে ঘুমধুমে আসতো।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিজিবি ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!