নাইক্ষ্যংছড়িতে ফের ৩ জন করোনায় আক্রান্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ফের ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এলাকার কম্বোনিয়া গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ২৮ বছর বয়সী নারীর সংস্পর্শ আসা ব্যক্তিদের গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগ্রহকৃত রক্তের নমুনা একইদিনে কক্সবাজার মেডিকেল কলেজে ফিল্ড ল্যাবরটারিতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের মধ্যে থেকে তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। আর এনিয়ে উপজেলাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ জনে দাঁড়ালো। জেলার লামায় ১ জন, থানচিতে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮ জন।

প্রসঙ্গত, এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার প্রথম করোনা শনাক্ত ঢাকা তাবলীগ ফেরত ৫৯ বছর বয়সী এক বৃদ্ধ আইসোলেশনে ১০দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!