নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল

নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল 1প্রতিদিন ডেস্ক : নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

সচিব বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানিয়েছেন- নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রতিনিধি দলটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন প্রতিনিধিরা। সিইসি তাদের ভোটের প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন বলে জানান ইসি সচিব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!