নভেম্বরেও চলবে রেল পূর্বাঞ্চলের উচ্ছেদ অভিযান, ১.৫৭ একর জমি উদ্ধার

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত উচ্ছেদ অভিযানে ১৭৭টি অবৈধ স্হাপনা উচ্ছেদ ও ১.৫৭ একর সরকারি জায়গা উদ্ধার করেছে। নভেম্বর মাসেও তাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের তথ্যে জানা যায়, নভেম্বর মাসেও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

যেসব এলাকায় অভিযান পরিচালিত হবে সেগুলো হলো: ৪ নভেম্বর (সোমবার) সেগুন বাগান ও তার আশপাশের এলাকা, ৬ ও ৭ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) আমবাগান ও তার আশপাশের এলাকা, ১১ ও ১২ নভেম্বর (সোম ও মঙ্গলবার) ওয়্যারলেস কলোনি ও তার আশপাশের এলাকা, ১৩ ও ১৪ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) এক্সইএন কলোনি ও তার আশপাশের এলাকা, ২০ ও ২১ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রেলওয়ে কলোনি ও সিগন্যাল কলোনির আশপাশ, ২৭ ও ২৮ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) পাঞ্জাবী লেন, মাস্টার লেন ও আশপাশের এলাকা।

রেলওয়ে সূত্রমতে, নোটিশ নং ডিইউও কর্মসূচি/ উচ্ছেদ/বাস্তবায়ন/২০১২ চট্ট পাট-২/১২০৭ এবং ২০১২ চট্ট পাট-৪/ ১১৬০ এই ২টি নোটিশ ইস্যু করে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেছে রেল কর্তৃপক্ষ।

জেএস/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!