নবনির্বাচিত পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ১৪ বছরের সাজা

অস্ত্র মামলায় নবনির্বাচিত পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ এ রায় দেন। মামলায় অভিযুক্ত আরও তিন আসামিকে খালাস দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক হন জাহাঙ্গীর আলম।
কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৪ মার্চ অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জাহাঙ্গীর আলম। তিনি ওই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!