নবজাতকের লাশ মিললো চমেক হাসপাতালের ড্রেনে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের প্রবেশমুখের নালা থেকে পলিথিন মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই নবজাতকের মরদেহ দেখতে পায় ড্রেন পরিস্কার করতে আসা পরিছন্নতা কর্মীরা।

চমেক হাসপাতালের জরুরী বিভাগের কর্মচারী সর্দার এনায়েত জানান, সকাল ১১টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা নালা পরিস্কার করতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি প্রিম্যাচিউরড বাচ্চার মৃতদেহ দেখতে পায়। হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ আরও কয়েকজন দায়িত্বরত আনসাররা পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তায় লাশটি ড্রেন থেকে তুলে লাশঘরে পাঠিয়ে দেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত হিসেবে সনাক্ত করেন।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: রাজিব কুমার পালিত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাচ্চাটা আসল প্রিম্যাচিউরড। কিন্তু কিভাবে কখন বাচ্চাটিকে কারা ড্রেনে ফেলে দিয়ে চলে গেলো এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা এখনো কিছু জানতে পারিনি। এটা অনুসন্ধান করতে হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মান্নানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!