নদী নালা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু বান্দরবানে

বান্দরবান শহরের বিভিন্ন নদী-নালা, খাল-বিলের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদরের অফিসার্স ক্লাব এলাকায় মিচকি খালের উপর এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মিচকি খালের উপর অবৈধভাবে নির্মাণাধীন কয়েকটি স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দেখে অবৈধ দখলদারদের অনেকেই তাদের বেশ কিছু মালামাল নিয়ে সরে যেতে চেষ্টা করে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, ‘আজ (সোমবার) থেকে সারাদেশের মতো বান্দরবান শহরের বিভিন্ন নদী-নালা, খাল-বিলের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত বান্দরবানে ২৯টি অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে আরও তালিকা তৈরি করা হবে এবং নদী নালা ও খালের পাড়ের সমস্ত স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!