নদী থেকে বালু উত্তোলনের সময় মিলল বস্তাভর্তি ২ হাজার গুলি

কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনের সময় উঠে এসেছে বস্তাভর্তি দুই হাজারের বেশি গুলি।

রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে পাওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসি ইসিসি নামের একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ পায় ফাতেমা ড্রেজার কোম্পানি। প্রতিষ্ঠানটি বাঁকখালী নদী থেকে বালু এনে ভরাট কাজ করছিল। এসময় উত্তোলিত বালুর মধ্যে বস্তাভর্তি গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে।

উদ্ধার হওয়া গুলির পরিমাণ ২ হাজার ১৯০টি। তারমধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের কাছ থেকে রিপোর্টের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে। তারপরও কোত্থেকে, কীভাবে এসব গুলি আসল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!