নতুন ৭ পরিচালক পেল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে সাতজনকে চূড়ান্ত করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের এক সভায় তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

সিএসইর পাঠানো ১৪ জনের তালিকায় যে সাত স্বতন্ত্র পরিচালকের নাম চূড়ান্ত করা হয়েছে, তারা হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূইয়া, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব, দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, স্থপতি সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, আসিফ ইব্রাহিম এবং ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম। সিএসইর পরিচালনা পর্ষদ সভায় নতুন নিয়োগ পাওয়া এ সাত স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান করা হবে।

এর মধ্যে অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূইয়া এবং এসএম আবু তৈয়ব দ্বিতীয় দফায় সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ পেলেন।

১৩ সদস্য নিয়ে সিএসইর পরিচালনা পর্ষদ গঠিত। এর মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক এবং চারজন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। বাকি দুইজনের মধ্যে একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক, অন্যজন পদাধিকার বলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!