নতুন সাংবাদিক সংগঠন’র আত্মপ্রকাশ

নতুন সাংবাদিক সংগঠন’র আত্মপ্রকাশ 1নতুন সাংবাদিক সংগঠন’র আত্মপ্রকাশ 2নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত রির্পোটারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষে ‘চট্টগ্রাম রিপোর্টার’স ফোরাম (সিআরএফ)’ আত্মপ্রকাশ করেছে। রবিবার ( ৩ ডিসেম্বর ) রাতে স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিভিন্ন স্তরের সিনিয়র রিপোর্টারদের এক সভায় নতুন এ সংগঠনটি গঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর কাজী আবুল মনসুর আহবায়ক, দৈনিক কালেরকন্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নইম ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত যুগ্ম আহবায়ক, বৈশাখি টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন দৈনিক জনকন্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক।

কমিটির সদস্যরা হলেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবর, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক আজাদির সিনিয়র রিপোর্টার সবুর শুভ, দৈনিক পূর্বকোনের সিনিয়র রিপোর্টার এস এম ইফতেখারুল ইসলাম, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার ভূইয়া নজরুল, পরিবর্তন ডট কম এর ব্যুরো প্রধান খোরশেদুল আলম শামিম।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, বাংলাদেশের খবর এর ব্যুরো প্রধান ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মহসিন কাজী, সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামসেদ চৌধুরী, দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার হাসান নাসির, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, জিটিভি’র ব্যুরো প্রধান অনিন্দ্য টিট,ু মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান তাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম, দৈনিক পূর্বদেশের সিনিয়র সাংবাদিক রাহুল দাশ নয়ন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!