নতুন তিন সদস্য পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আগামী দুই বছর সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৭৩ এর ধারা ২৫ (১) (ডি) ও ২৫ (৩) অনুসারে আগামী দুই বছরের জন্য এ মনোনয়ন দেওয়া হয়।

সিন্ডিকেট নতুন এই সদস্যরা হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদা খাতুন।

এর আগে গত ৩০ আগস্ট সরকার মনোনীত সদস্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মনোনয়ন দেওয়া হয় মোমিনুর রশিদ আমিন কাজলকে। তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে কর্মরত আছেন।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!