নতুন ট্রাক বাড়ি পৌঁছে দেওয়ার ছলে ইয়াবা পাচার, দুজন ধরা

শোরুম থেকে কেনা নতুন ট্রাক বাড়ি পৌঁছে দেওয়ার ছলে ইয়াবা পাচারের অভিযোগে দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ওই ট্রাকের চালকের বসার সিটে কৌশলে লুকানো ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

আটক দুজন হলো- ট্রাক চালক মুন্সিগঞ্জের লৌহজং এলাকার মো. হাবিবুর রহমান (৬১) ও হেলপার কক্সবাজারের রামু থানার মো. আবদুর রহিমের ছেলে মো. আরিফুল্লাহ (১৮)।

র‌্যাব জানায়, কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় কক্সবাজার থেকে আসা নতুন একটি ট্রাকের কেবিনে তল্লাশি করে চালকের সিটের নীচে কৌশলে লুকানো ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়। আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ইয়াবাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্য নিয়ে তারা আসছিল। পরে তাদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!