নতুন কমিটি পেল আরএফপি বাংলাদেশ চ্যাপ্টার

রিলিজিয়ন ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে প্রফেসর রণজিৎ কুমার দে এবং সেক্রেটারি জেনারেল পদে প্রফেসর ড. এন এইচ এম আবু বকর মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সভাপতি পদে জেসমিন সুলতানা পারু, ভাইস প্রেসিডেন্ট পদে প্রফেসর ড. মো. কামরুল আহসান, প্রিন্সিপাল রিতা দত্ত ও প্রফেসর রাশেদা খানম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে প্রফেসর মাছুম আহমেদ ও প্রফেসর দেবপ্রিয় বড়ুয়া, কোষাধ্যক্ষ পদে বাবু কা ন বড়ুয়া এবং শাসন বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদে ১৬ নভেম্বর অনুষ্ঠিত আরএফপি বাংলাদেশের বিশেষ সাধারণ সভায় এই কমিটি সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

সভায় ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের সাংগঠনিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিষ্ঠিত আরএফপি সারা বিশ্বেই একযোগে কাজ করছে।

বর্তমানে প্রায় ১৪০টি দেশে আরএফপি’র সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশেও সংগঠনটি পথ চলছে বহু বছর ধরে।

বিশেষ করে ২০১৬ সাল থেকে বিস্তৃত পরিসরে আরএফপির কর্মতৎপরতা চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!