নতুন উদ্যোগ নিয়ে আধ যুগে পা দিলো ‘‘দৃশ্যছায়া’’

নতুন উদ্যোগ নিয়ে আধ যুগে পা দিলো ‘‘দৃশ্যছায়া’’ 1বিনোদন ডেস্ক : ‘‘পকেটে যখন টাকা থাকবে না, তখন পথ নাটক করবো মুক্ত ফর্মেটে। কিছু টাকা যোগাড় হলে মঞ্চে নাটক করবো। মূকাভিনয়ও চলবে পাশাপাশি। পর্যাপ্ত অর্থের সংকুলান করা গেলে ভিজুয়াল কাজ নিয়মিত ভাবে করার ইচ্ছা আছে। শর্ট ফিকশন কিংবা টেলি নাটক করা হলেও মূল লক্ষ্য চলচ্চিত্র নির্মাণ। অন্তত মৃত্যুর আগে একবার হলেও পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা আমার স্বপ্ন। এজন্যই ‘‘দৃশ্যছায়া’’ এর সূত্রপাত।’’ স্বীয় বর্তমান সাংষ্কৃতিক কার্যক্রম এই ভাষাতেই ব্যক্ত করেন ‘দৃশ্যছায়া’ এর কর্ণধার, তরুণ নাট্য-চলচ্চিত্র নির্মাতা ইফতেখার আহমদ সায়মন। তার প্রতিষ্ঠিত সংস্কৃতি অনুশীলক কেন্দ্র ‘‘দৃশ্যছায়া’’ ২০১১ সালের ৩০ জুন ‘‘সৃষ্টির নেশায় আমরা’’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করার পর,এই বছর আধ যুগে পা রেখেছে গত ৩০ জুন। এই আধ যুগে এক ডজনের মতো ভিজুয়াল প্রযোজনা (তন্মধ্যে টেলিনাটক ছাড়াও রয়েছে স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র) নির্মাণ করার পাশাপাশি গত ২০১৪ সাল থেকে মূক-মঞ্চ-পথ নাট্যেও ব্যস্ত সময় পার করছে ‘‘দৃশ্যছায়া’’। ইতোমধ্যে ঢাকায় গ্রীন ইউনিভার্সিটি প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে ইফতেখার আহমদ সায়মন রচিত, পরিকল্পিত ও নির্দেশিত মূক প্রযোজনা ‘‘আ ফানি ওয়াক’’, ‘‘ম্যান উইথ মাস্ক’’। তার রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় চট্টগ্রামের ডিসি হিলস্থ নজরুল মুক্ত মঞ্চে ‘আড্ডাবাজি’ এবং চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ‘যন্ত্রণা’ মুক্তনাটক প্রদর্শন করার মাধ্যমে নিজেদের মুক্তনাট্য চর্চার সক্ষমতা প্রকাশ করে ‘দৃশ্যছায়া’। ২০১৭ সালে এই পর্যন্ত ‘দৃশ্যছায়া’ বেশ ব্যস্ত সময় পার করছে। বিশ্ব মূকাভিনয় দিবস, বিশ্বনাট্য দিবস, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয় ‘দৃশ্যছায়া’ এর পক্ষ থেকে। এই উপলক্ষ্যে আয়োজিত সেমিনার (‘চট্টগ্রামে চলচ্চিত্র নির্মাণ প্রয়াস প্রসঙ্গ’), দৃষ্টিনন্দন র‌্যালি, মুক্ত নাট্য-চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও তরুণ নির্মাতা সৃজনের লক্ষ্যে ‘দৃশ্যছায়া’ পৃষ্ঠপোষকতা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা খানম সাবিহা ‘দৃশ্যছায়া’ প্রযোজনায় নির্মাণ করেছেন শিশুতোষ স্বল্পদৈর্ঘ্যরে ফিকশন ‘বোধ’। বর্তমানে মঞ্চনাটক মঞ্চায়নের জন্য নিয়মিত মহড়া চলছে। এই বছরের শেষভাগে একাধিক ভিজুয়াল প্রযোজনার জন্য বর্তমানে প্রি-প্রোডাকশন পর্ব সম্পন্ন করছে ‘দৃশ্যছায়া’। এছাড়াও গত ৩০ জুন নিজেদের আধ যুগ পূর্তির দিনে দৃশ্যছায়ার উদ্যোগে ফিল্ম সোসাইটি এবং ফিল্ম স্কুল শুরু করার ব্যাপারে বিশেষজ্ঞ পর্যায়ে মত বিনিময় আলাপের সূত্রপাত করা হয়েছে। সংশ্লিষ্ট জনদের সহযোগিতায় খুব শিগ্রই ‘দৃশ্যছায়া’ এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে চট্টগ্রামে। সবমিলিয়ে সুস্থধারার সংস্কৃতি চর্চায় ‘দৃশ্যছায়া’ তাদের অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!