নতুন আইনে সাড়া নেই সড়কে

কার্যকর হলো সড়ক পরিবহন আইন-২০১৮

১ নভেম্বর থেকে কার্যকর হল সড়ক পরিবহন আইন-২০১৮। বিভিন্ন সড়কে সরেজমিন গিয়ে দেখা গেলো আইনটি সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না চালক হেলপার, যাত্রী বা পথচারীরা। আইন প্রয়োগকারী অনেক ট্রাফিক পুলিশরাও আইনের ধারা সম্পর্কে বিস্তারিত জানেন না৷

এ বিষয়ে সংশ্লিষ্টরা মত দিয়েছেন, আইন প্রয়োগের পাশাপাশি যথাযথ প্রচারণার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। এছাড়াও চালক হেলপারসহ যানবাহন মালিকদের নিয়ে কর্মশালার আয়োজন করা যেতে পারে।

এদিকে শনিবার (২ নভেম্বর) ট্রাফিক বিভাগ সকাল দশটা থেকে নগরের প্রত্যেক এলাকার ৩ পয়েন্টে মোট মোট ৬০ টি স্থানে লিফলেট বিতরণ করেছেন।

চট্টগ্রাম নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, কাজির দেউড়ি ও আগ্রাবাদ এলাকায় সরেজমিনে ঘুরে পথচারী, চালক হেলপারদের সাথে আলাপকালে জানা যায়, তারা আইন কার্যকরের খবর জানলেও কোন ধারায় কত টাকা জরিমানা ও কারাদণ্ড তা জানেন না। তবে আইন কার্যকরের ফলে অনেক চালক – হেলপারদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে আগ্রহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, নতুন আইনের ধারা বেশ কঠিন, জেল জরিমানা বেশি তাই আইন মানতে হবে।

মুরাদপুর মোড়ে বাস চালক মিন্টু, রবিণ, করিমের সাথে আলাপকালে জানা যায়, নতুন আইনে ট্রাফিক আইন ভঙ্গে যাত্রী, পথচারী, চালক, হেলপারের বিরুদ্ধে কী শাস্তি সে বিষয়ে ল বিস্তারিত জানেন না তারা। তবে নতুন আইনে জেল, জরিমানা, কারাদণ্ড বাড়ানোর কথা শুনেছেন।

বাসচালক মিন্টু বলেন, মোড়ে মোড়ে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে দেখেছি তবে তা পড়িনি।

রবিউল নামের এক চালকের সাথে আলাপকালে জানান, নতুন আইন কার্যকরের কারণে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তবে কতদিন গাড়ি বন্ধ রাখবেন তা জানতে চাইলে বলতে পারেননি।

বহদ্দারহাট মোড়ে জিকরুল হাবিবিল ওয়াহেদ নামের এক পথচারী বলেন, নতুন আইন সম্পর্কে আমি জানি। আইনটি কার্যকর করলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আইনের প্রয়োগ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় তবে আইনটি সম্পর্কে প্রচারণা বাড়াতে হবে।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশ বিভাগ (উত্তর) এডিসি নাজমুল হাসান বলেন, আমরা এখনো আইনের প্রয়োগের চেয়ে সচেতনতাকে জোর দিচ্ছি। মানুষ সচেতন হলে ট্রাফিক আইন মানার প্রবণতা সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, চালক, হেলপারকে আইনের ধারা সম্পর্কে বুঝিয়ে বলেছি । নগরের ৬০ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি।

এ ব্যাপারে নিরাপদ সড়ক চাই ( নিচাস) -এর সাধারণ সম্পাদক শফিক আহমদ সজিব বলেন, নতুন আইন কার্যকরের ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে আইনটি সম্পর্কে তেমন প্রচারণা নেই। কেবল লিফলেট আইনের ধারাগুলোর বিষয়ে পথচারী, যাত্রী, চালক, হেলপারের মধ্যে প্রচারণা চালানো জরুরি। সবার আইন মানার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!