নতুন আইনে চট্টগ্রামের সড়কে ১৩ মামলা, জরিমানা ২৮ হাজার

অবশেষে চট্টগ্রামে সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় জরিমানা শুরু করেছে ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ট্রাফিক আইন অমান্য, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও উল্টোপথে গাড়ি চালানোর দায়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ নভেম্বর সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর হলেও শ্রমিক মালিকদের বাধার মুখে ৯ দফা মেনে নেওয়ার পর ঢাকায় জরিমানা করা হয়। তবে চট্টগ্রামে ২ নভেম্বর নতুন আইনে জরিমানা করার কথা থাকলেও জরিমানা স্লিপে টাকার অংক উল্লেখ না থাকায় জরিমানা করা হয়নি বলে জানিয়েছিল ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে আইন অমান্যকারীদের মামলা দিতে যেমন দেখা যাচ্ছে, তেমনি নগরীর টাইগারপাস সড়কে সিগন্যাল অমান্য করে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতেও দেখা গেছে এক পুলিশ সদস্যকে। বুধবার দুপুর ১২টায় তোলা ছবিটি তুলেছেন আজীম অনন।
চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে আইন অমান্যকারীদের মামলা দিতে যেমন দেখা যাচ্ছে, তেমনি নগরীর টাইগারপাস সড়কে সিগন্যাল অমান্য করে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতেও দেখা গেছে এক পুলিশ সদস্যকে। বুধবার দুপুর ১২টায় তোলা ছবিটি তুলেছেন আজীম অনন।

অবশেষে চট্টগ্রামে বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে সীমিত পরিসরে শুরু করেছে জরিমানা। প্রথমদিনে মোট ১৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় ২টি, চালক ও যাত্রীদের হেলমেট না থাকায় ৮টি, মোটরসাইকেলে তিনজন অরোহন করায় একটি, উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ৩টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আগ্রাবাদ মোড়ে মোটরসাইকেল আরোহী রায়হানের সাথে আলাপকালে জানান, ‘নতুন আইনে জরিমানা করা একটি ইতিবাচক দিক। আইনের যথাযথ প্রয়োগ হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। সবার মধ্যে আইন মানার মানসিকতা সৃষ্টি হবে।’

মুরাদপুর মোড়ে বাস চালক রবিউল জানান, ‘আজকে থেকে নতুন আইনে জরিমানার খবর শুনেছি। তাই সতর্কভাবে গাড়ি চালাচ্ছি। আমার গাড়ির সব কাগজপত্র আপডেট করা আছে।’

টিআই প্রশাসন (উত্তর) মো. মহিউদ্দিন খান বলেন, ‘নতুন আইনে জরিমানা করা শুরু হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা নানারকম সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জরিমানা করা শুরু করেছি। আশা করি সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।’

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!