নতুন অফিসার নিচ্ছে সেনাবাহিনী, এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

৮৮তম বিএমএ লং কোর্স

নতুন অফিসার নেবে বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আবেদন করতে পারবেন ২০২১ সালের এইচএসসি ও ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও। আবেদনের শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। আবেদন করতে হবে অনলাইনে, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে।

কোরের নাম

৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

যোগ্যতা

জাতীয় মাধ্যম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমান পরীক্ষায় যেকোনও একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজী মাধ্যম
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

তবে ২০২১ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। কিন্তু তাদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫.০০/ ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

বয়স

১ জুলাই ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত।

জাতীয়তা

জন্মসূত্রে বাংলাদেশি।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৪ কেজি (১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।

মহিলা প্রার্থী
উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৯ অক্টোবর ২০২১

নতুন অফিসার নিচ্ছে সেনাবাহিনী, এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন 1

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!