নগর সম্প্রসারণ চান চট্টগ্রামের মেয়র নাছির

কোনো রকম পরিকল্পনা ছাড়াই গড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে মানুষের চাপ কমাতে আশপাশের উপজেলাগুলোকে নগরের আওতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে চসিক প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদের বিদায়ী এবং প্রধান প্রকৌশলী হিসেবে লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদের বরণ সভায় মেয়র এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির আরো বলেন, ‘কর্ণফুলীর দক্ষিণ তীরবর্তী আনোয়ারা ও নগরের উত্তরাংশে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বিশেষ শিল্পাঞ্চল হচ্ছে। এই শিল্পাঞ্চলসমুহে লাখ লাখ লোকের কর্মসংর্স্থান হবে। কর্মসংস্থানের জন্য ছুটে আসা মানুষের বসতি হবে এই নগরে। তখন চট্টগ্রাম শহরের লোকসংখ্যা এক কোটি ছড়িয়ে যাবে। এ অবস্থায় নগরীর ওপর চাপ কমাতে নগর সম্প্রসারণ এখন সময়ের দাবি।’

এই প্রসঙ্গে তিনি সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সভায় বিদায় প্রধান প্রকৌশলী মহিউদ্দিন আহমদ বলেন, ‘আমি চেষ্টা করেছি এই নগরকে সুন্দর করতে। মেয়রের স্বপ্নকে বাস্তবায়ন করতে। তবে কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি, সেই ভার করপোরেশন এলাকার বাসিন্দাদের উপর ছেড়ে দিলাম।’

অনুষ্ঠানে বিদায়ী প্রধান প্রকৌশলীকে চসিকের পক্ষ ক্রেস্ট প্রদান করেন মেয়র।

এ সময় মেয়র আ জ ম নাছির বলেন, ‘চসিকের প্রকৌশল বিভাগ হলো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। যার কাজের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের সুনাম ও দুর্নাম। এই বিভাগের কর্মকাণ্ডে গতিশীল ও দক্ষতা আনয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রধান প্রকৌশলী হিসেবে মহিউদ্দিন আহমদকে ডেপুটেশনে আনা হয়। বলতে গেলে এই তিন বছরে তিনি সফলতার সাথে কাজ করেছেন, অনেক সফলতাও বয়ে এনেছেন।’

চসিক ভারপ্রাপ্ত প্রধান নিবার্হী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!