নগর ছেড়ে ওয়াসার খোঁড়াখুঁড়ি এবার কর্ণফুলীতেও

যানজট ও ধুলায় নাকাল মানুষ

নগর ছেড়ে এবার কর্ণফুলীতেও খোঁড়াখুঁড়ি শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। ওয়াসার পানির পাইপ বসাতে রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে। এ কারণে রাত হলেই যানজট আর দিনে ধুলোবালিতে একাকার হয়ে যায় কর্ণফুলীর সড়ক। উপজেলার পিএবি সড়কের বড়উঠান ফাজিলখাঁর হাট থেকে ফকিরনীর হাট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা খোঁড়া হচ্ছে। জানা গেছে, কর্ণফুলীতে ওয়াসার নতুন পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে।

স্থানীয়রা অভিযোগ করেন, ওয়াসার নতুন পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে। এ রাস্তাটি খোঁড়াখুঁড়ির কারণে জনগণের ভোগান্তি এখন চরম পর্যায়ে। একটু বৃষ্টিতে কাদামাটিতে ভরে যায় সড়কটি। রাতে যান চলাচলে থাকে দীর্ঘ যানজট। সড়কটিতে ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ। ধুলাবালির দুর্ভোগ থেকে রেহাই নেই স্কুল-কলেজ শিক্ষার্থীদেরও।

পথচারীরা জানায়, একমাস আগে কাজ শুরু করেছে ওয়াসা। কাজে কোনো অগ্রগতিই দেখা যাচ্ছে না। কবে শেষ হবে কে জানে। দিনের বেলায় ধুলাবালি আর রাতে যানজট এ সড়কের নিত্যসঙ্গী।

দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিউলী আকতার জানায়, ‘আমাদের স্কুলগেটের সামনে ওয়াসা কাজ করছে। তাই গেটের সামনে সবসময় ধুলাবালি ভর্তি থাকে। একটু দূরে গিয়ে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় গাড়ি চালকরাও থামে না।’

জানতে চাইলে দোহাজারী সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সুমন সিং মুঠোফোনে প্রতিবেদককে বলেন, ‘ওয়াসা চুক্তির শর্ত ভেঙ্গে সড়কের শোল্ডার কেটে স্কেভেটর দিয়ে ‘ওপেন কাট’ পদ্ধতিতে রাস্তার পাশ ঘেঁষে পাইপ লাইন বসানোর কাজ অব্যাহত রেখেছে। এটা শুধু সড়ক বিভাগের জায়গা নয় এখানে এলজিইডির জায়গাও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘চুক্তিতে মেশিনের মাধ্যমে এইচডিডি পদ্ধতিতে পাইপ লাইন বসানোর কাজ করার কথা এবং সড়কের অধিগ্রহণকৃত জায়গার শেষ সীমানা দিয়ে পাইপ বসানোর কথা থাকলেও ওয়াসা তা না মেনে কাজ করছে। চুক্তির শর্ত ভেঙ্গে কাজ করায় ওয়াসার প্রকল্প ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!