নগরীর তিন থানায় অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা

নগরীর চকবাজার, খুলশী ও বায়েজিদ থানায় বৃহষ্পতিবার (৯ মে) চারটি তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৮ প্রতিষ্ঠান পরিদর্শন করে সাত প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে এসব জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে বাসি মাংস, কৃত্রিম রং মিশ্রিত মাছ, পঁচা দই, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ওষুধ ধ্বংস করা হয়।

অভিযান পারচালনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক প্রিয়াংকা দত্ত, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো)বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ।

জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!