নগরীর কামাল বাজার ও কাজিরহাটে ৮ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। রোববার (৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-চান্দগাঁও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার ও কাজিরহাটে চাল, চনা, ছোলা, সেমাই, পিঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা তদারকি ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

নগরীর কামাল বাজার ও কাজিরহাটে ৮ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা 1অভিযানে ফুটপাত দখল করে টিন দিয়ে দোকানের অংশ বাড়ানো, পণ্যের মূল্য তালিকা না টাঙানো, মেয়াদোত্তীর্ণ ও মিথ্যা ঘোষণা দিয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি এবং পণ্য ক্রয়ের রশিদ প্রদর্শন না করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিএসটিআই কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম জানান, রমজানের অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া ক্রেতাদের জিম্মি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!