নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফয়জিয়া হোটেলের সামনে দুই বাসের প্রতিযোগিতায় মোটরসাইকেল আরোহী অজয় দাস (২৫) নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

আহত অজয়কে স্থানীয়রা উদ্ধার করে চমেকে নিয়ে যায়। বাস দুটি ও ট্যাম্পু আটক করে কোতেয়ালী থানায় নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিকেল সাড়ে চারটায় বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার কোতোয়ালী ফয়েজিয়া হোটেলের সামনে স্কুল শিক্ষক অজয় দাস (২৫) মোটর সাইকেলের উপর বসা অবস্থায় ছিলেন।

এ সময় সিটি বাস চট্টমেট্রা( ছ-১১-২১৭৬) অন্য একটি বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে পাশের একটি ট্যাম্পুকে ধাক্কা দেয়। ট্যাম্পুর পাশে অজয় দাস মোটরসাইকেলে ছিলেন। ট্যাম্পুর ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাকে চমেকের ২৬ নম্বর অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়। বাস দুটি ও ট্যাম্পুকে আটক করে কোতায়ালী থানায় আনা হয়েছে।

অজয় দাসের মামা অনুপম বলেন, অন্য একটি বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে বাস ও ট্যাম্পুকে আঘাত করলে মোটর সাইকেলর উপর বসা অবস্থায় অজয় দাস পায়ে গুরুতর আঘাত পায়। ২৬ নম্বর ওয়ার্ডে নেওয়ার আনার পর ব্যান্ডেজ করে চারতলায় অপারেশন থিয়েটারে প্রায় তিন ঘণ্টা পড়ে আছে। এখনো তার চিকিৎসা শুরু হয়নি।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!