নগরীতে বিআরটিএর অভিযানে জরিমানাসহ একজনের কারাদণ্ড

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। অভিযানে মোট ৪৩ যানবাহনকে মামলা, এক লাখ ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায়, এক জনকে কারাদণ্ড, সাতটি গাড়ির কাগজপত্র জব্দসহ পাঁচটি গাড়ি ডাম্পিং করা হয়।

নগরীর আন্দরকিল্লা মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীরের আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৬টি যানবাহনকে মামলা, ৫৪ হাজার টাকা জরিমানা আদায়,সাতটি গাড়ির কাগজপত্র জব্দসহ ৫টি গাড়ি ডাম্পিং করা হয়।

পৃথক অভিযান পরিচালনাকালে অলংকার মোড়ে ২৭টি যানবাহনকে মামলা, ৭৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে মুরাদপুরে বিশেষ অভিযানে ১৮টি অবৈধ গ্রাম সিএনজি আটক করা হয়েছিল। গাড়িগুলোর মালিক ও চালকের স্বীকারোক্তিতে মুরাদপুরে অবৈধ সিএনজি স্টেশন চালু ও চাঁদা আদায়ের অপরাধে বুধবার (৮ এপ্রিল) মো. আলাউদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!