নগরীতে দাবি বাস্তবায়নে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ২ এপ্রিল সকাল থেকে বকেয়া বেতন,মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে চট্টগ্রাম নগরী ও জেলার সড়কে ও রাষ্ট্রায়ত্ত ১০ পাটকলের সামনে অবরোধ করে বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ।

নগরীর আমিন জুট মিলের সামনে সড়কের উপর বিভিন্ন যানবাহন আড়াআড়ি ভাবে রেখে টায়ার পুড়িয়ে দাবী বাস্তবায়নের জন্য বিক্ষোভ করছে। তবে এইচ এস সি পরীক্ষার্থী ও এ্যাম্বুলেন্স বিক্ষোভ কর্মসূচির আওতার বাইরে রেখেছে তারা। বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, বকেয়া বেতন,মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে তারা অবরোধ করছে। আমরা তাদের সাথে কথা বলেছি যাতে যান চলাচলে তারা কোন রকম বাধা সৃষ্টি না করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!