নকশা লঙ্ঘন/ কল্পলোক আবাসিকের দুই ভবন মালিক কারাগারে

ইমারত নির্মাণ আইন ভঙ্গ করায় চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকার দুই ভবন মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত।

মঙ্গলবার (১১ জুন) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালত এ আদেশ দেন। ওই দুই ভবন মালিক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

তারা হলেন সিডিএর কল্পলোক আবাসিক এলাকার বি-১১৩ নম্বর প্লটের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. নুরু হোসেন ও বি-২৯ নম্বর প্লটের ওবায়দুর রহমানের ছেলে মো. জামাল উদ্দিন।

সিডিএর অথরাইজড কর্মকর্তা-১ ও নির্বাহী প্রকৌশলী মনজুর হাসান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আসামিরা কল্পলোক আবাসিকে ছয় তলার দুটি ভবন নির্মাণের জন্য নির্মাণ অনুমোদন নিয়ে নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করেন। এ কারণে সিডিএ অথরাইজড বিভাগ এসব ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনের ১২/১ ধারায় মামলা দায়ের করে।

এর আগে গত ২৯ মে ওই দুই ভবন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ইমারত নির্মাণ আইনের মামলায় দুই ভবন মালিক জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে আবছার উদ্দিন ও মো. হারুন নামে দুই ভবন মালিককেও একই অপরাধে কারাগারে পাঠান সিডিএর বিশেষ আদালত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!