নকল আসামি সেজে আদালতে এসে বিচারকের কাছে ধরা

আইনজীবীকে শোকজ

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একজনের পরিবর্তে আরেকজন আসামি সেজে আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়ে বিচারকের কাছে ধরা পড়েছে আরশাদ মিয়া নামের এক নকল আসামি। মঙ্গলবার (২০ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতে এ ঘটনা ঘটে। এ সময় শোকজ করা হয়েছে নকল আসামির পক্ষের আইনজীবীকে।

নকল আসামি আরশাদ মিয়া ময়মনসিংহয়ের চর শ্রিরামপুর এলাকার হাশিম উদ্দিনের ছেলে। এ মামলার মূল আসামি হল ঢাকার গুলশান-২ আবাসিক এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী মো. ওসমান গণি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,
আরশাদ মিয়া আদালতে বিচারাধীন একটি সিআর মামলার (৮৫/১৯, খুলশী) মূল আসামি এআর সাগর চৌধুরী সেজে আত্মসমর্পণ করে জামিন চাইতে এসেছিলেন। এ সময় এআর সাগর চৌধুরীর পরিচয় নিয়ে বিচারক মো. শফি উদ্দিনের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরশাদ মিয়া স্বীকার করেন তিনি এআর সাগর চৌধুরী নন। সে টাকার বিনিময়ে এআর সাগর চৌধুরী সেজে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।
বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তার পক্ষের আইনজীবী রেহেনা আক্তারকে শোকজ করেন আদালত এবং তাকে আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

এ ঘটনায় আরশাদ মিয়ার নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওসমান গণি।

নুসরাত/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!