‘ধান কাটা দ্বন্দ্বে’ সংঘর্ষে আহত ৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শীলকূপ ইউনিয়নের মনকিরচর গ্রামে রাতের অন্ধকারে ধান কেটে চুরি করার ঘটনায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের ৪০ শতক জায়গার পাকা ধান কেটে নিয়ে গেলে গত শনিবার (৯ মে) রাত ৮টায় সংঘর্ষ শুরু হয়। রাত ৯টা পর্যন্ত কয়েক দফা হামলা শেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৮ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জসিম উদ্দিন (৩৮), তাঁর পিতা আব্বাস উদ্দিন (৬৫), দেলোয়ার হোসেন (৫৫) এবং রহমত আলী (৩৫)।

গ্রামবাসী জানান, আব্বাস উদ্দিনের লোকজন ৪০ শতক জমিতে ধান রোপণ করেন। গত শনিবার রাতে রহমত আলী, নুর মোহাম্মদ ও জাফর আলমের লোকজন তার পাকা ধান কেটে নিয়ে যায়।

খবর পেয়ে আব্বাস উদ্দিনের লোকজন ধান ক্ষেতে গেলেই তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!