ধানক্ষেতে পড়েছিল বন্যহাতির মৃতদেহ

ধানক্ষেতের পাশ থেকে একটি মরা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার চাকফিরানির গ্রামের একটি বিলে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হাতিটির মৃত্যু হতে পারে। এই এলাকায় গত বছরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ জানান, কুমিরাঘোনা এলাকার চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্না বিলে ধান ক্ষেতের পাশে এক বন্যহাতির মৃত্যুদেহ পড়ে আছে খবর পেয়ে বনবিভাগকে অবগত করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন জানান, ‘বন্যহাতির মৃত্যুর ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন এক বন কর্মকর্তা। হাতিটি কেন মারা গেছে তা দেখতে তদন্ত চলছে।’

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!