ধরা খেল ফুলকলি, মিষ্টিতে মাছি-দইয়ে তেলাপোকা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় ফুলকলি ফুড প্রোডাক্টসের একটি কারখানার মিষ্টিতে মাছি ও দইয়ে তেলাপোকা পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে দেড় লাখ টাকা।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ফুলকলির ওই কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওই কারখানায় মিষ্টির ওপর মাছি, দইয়ের ওপর তেলাপোকা পেয়েছি আমরা।’

অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!