দ্রুতগতির মোটরসাইকেলে ২ প্রাণ ঝরলো পতেঙ্গায়

মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিলেন কাজী আহম্মেদ আল ইসতিয়াক। সঙ্গে কুমিল্লা থেকে এক বন্ধুকে নিয়ে আসেন তিনি। বুধবার (১ জুন) চট্টগ্রামে এসে ওঠেন আরেক বন্ধুর বাড়িতে। সেখান থেকে বিকাল সাড়ে ৩টায় পতেঙ্গা সি-বীচে বেড়াতে যাচ্ছিলেন তারা তিনজন।

দ্রুতগতি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন পতেঙ্গার দিকে। এ সময় সোলায়মান গনি নামের এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে ইসতিয়াকের বাইকের। ঘটনাস্থলেই মারা যান পথচারী সোলায়মান (২৮)। এরপর গুরুতর আহত অবস্থায় মারা যান ইশতিয়াকও। তার অপর দুই বন্ধু চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেলে।

ইসতিয়াক ফেনী জেলার দক্ষিণ করইয়া মুন্সির হাট এলাকার কাজী মিজানুর রহমানের ছেলে। নিহত পথচারী সোলাইমান গনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিন সিন্ধুর্ণা গ্রামের জলিম উদ্দিনের ছেলে।

পতেঙ্গা থানার এসআই মো. কাদির বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী একজন মারা গেছেন। নিহত অপরজন পথচারী। বুধবার বিকাল সাড়ে ৩টায় আহত অবস্থায় চারজনকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!