দোস মোহাম্মদকে নিয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বুলেট উদ্ধার

দোস মোহাম্মদকে নিয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বুলেট উদ্ধার 1গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ : টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক রোহিঙ্গা সন্ত্রাসী, ডাকাত ও উগ্রপন্থী সংগঠনের অন্যতম সদস্য দোস্ত মোহাম্মদকে নিয়ে তাদের আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অন্ত্র ও বুলেট উদ্ধার করেছে। আটক ব্যক্তিকে ১০ জুলাই দুপুরের দিকে কক্সবাজার আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, ১০ জুলাই ভোররাতে টেকনাফ মডেল থানার এস আই আব্দুর রহিম আটক রোহিঙ্গা সন্ত্রাসী, ডাকাত ও উগ্রপন্থী অন্যতম সদস্য দোস মোহাম্মদকে নিয়ে একদল পুলিশ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে অভিযান পরিচালনা কওে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট একাধিক মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খাঁন। উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরের দিকে টেকনাফ মডেল থানার এস আই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজি: শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৮৩৭ নং শেডের ১নং রুমের বাসিন্দার (এমআরসি নাম্বার-৪৫৯৫০) জামিল আহম্মদেও পুত্র দোস মোহাম্মদ (৩৫)কে আটক করে। সেই দৃর্ধষ সন্ত্রাসী, ডাকাত, মাদক ও হত্যাসহ বহু মামলার পলাতক আসামী এবং রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনর অন্যতম সহযোগি বলে ক্যাম্প সুত্রে জানা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!