দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩ দিনের আল্টিমেটাম, কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ক্যাম্পাসে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। ৩ দিনের এ আলটিমেটাম বেঁধে দিয়ে ৫দিন ধরে চলা ধর্মঘট স্থগিত করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের আহব্বায়ক ওসমান গণি।

রবিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় চমেক হাসপাতালের সভাকক্ষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমান গণি হোয়াটসঅ্যাপের খুদে বার্তা্য় এ প্রতিবেদককে জানান, ‘প্রশাসন আমাদের কাছে ৩দিন সময় নিয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩দিনের জন্য আমরা কর্মসূচি স্থগিত করেছি। প্রত্যাহার করিনি। যদি ব্যবস্থা না নেয়া হয় তখন আমাদের কর্মবিরতি পুনরায় শুরু করবো।’

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!