দোকান কর্মচারী হত্যা: আদালতে ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে গুদাম থেকে দুধ চুরির অভিযোগে দোকান কর্মচারী রাসেলকে পিটিয়ে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত দোকান মালিক মো. আরমান, দোকানের কর্মচারী মোহাম্মদ ইউনুস এবং ব্যবসায়ী মো. জাহাঙ্গীর।

শুক্রবার (সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

ওসি মহসিন জানান, ২১ সেপ্টেম্বর রিয়াজউদ্দিন বাজারের এসএ টাওয়ারের ৩ তলায় আরাফাত স্টোরের মালিক মোহাম্মদ আরমান অপর কর্মচারী মুহাম্মদ ইউনূসসহ অনেকেই মিলে রাসেলকে গোডাউনে বেঁধে রেখে শারীরিকভাবে নির্যাতন করে। তাদের নির্যাতনের রাসেল ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। খবর পেয়ে আমরা রাসেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করিয়েছি। নিহত রাসেল নেত্রকোণার আফাজ উদ্দিনের ছেলে।

আরাফাত স্টোরের মালিক মো. আরমান এবং অপর ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। আর ওই দোকানের কর্মচারী ইউনূসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পুলিশ এই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসিন।

এফএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!