দেড় মাস পর সেই বেনাপোল থেকেই ‘উদ্ধার’ সাংবাদিক কাজল

নিখোঁজ হওয়ার দেড় মাস পর ফটো সাংবাদিক ও ‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে অবশেষে। শনিবার (২ মে) রাতে বেনাপোল থেকে তাকে ‘উদ্ধার’ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাজল সাহেবকে পাওয়া গেছে। শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যান। পরে তারা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।’

কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়নও বলেছেন, ‘ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই খবর পেয়ে রাতেই স্বজনরা তাকে নিতে বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।’

গত ১০ মার্চ সন্ধ্যায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও খোঁজ মিলছিল না। পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। তবে শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হয়ে গেলেও ফেসবুকে দেওয়া তার কিছু পোস্ট কে বা কারা মুছে দেয়। ওই পোস্টগুলো যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার গ্রেপ্তারকেন্দ্রিক ছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব পোস্ট দেওয়ায় তিনিসহ ৩২ জনের বিরুদ্ধে সাংসদ সাইফুজ্জামান শিখর ঢাকার শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন।

এদিকে গত ৯ এপ্রিল নিখোঁজের ঠিক ৩০তম দিনে সাংবাদিক কাজলের ফোন নম্বরটি বেনাপোলেই চালু হয়। তখন কাজল নিখোঁজের বিষয়টির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মুন্সী আবদুল লোকমান বলেছিলেন, ‘নিখোঁজ সাংবাদিক কাজলের ফোন নম্বরটি চালু হয়েছিল। লোকেশন দেখিয়েছে বেনাপোল।’

এরও ২৪ দিন পর সেই বেনাপোলেই শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিললো।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!