দেড় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে আবাসিক শিক্ষার্থীরা

দীর্ঘ দেড় বছর অপেক্ষার প্রহর শেষে সোমবার (১৮ অক্টোবর) খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের আলোকে কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য খুলেছে আবাসিক হল।

সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকেই আসতে শুরু করে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে শিক্ষার্থীদের আগমনের সংখ্যা। হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হাউজ টিউটররা। আগত শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা। হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা, করানো হচ্ছে স্যানিটাইজেশন।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হলে আগত শিক্ষার্থীরাও আছেন খোশ মেজাজে। শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষার্থী জাহেদুল ইসলাম বলেন, ‘অনেকদিন পর হলে প্রবেশ করতে পেরে ভালো লাগছে। এতদিন বাহিরে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাবো।’

বিভিন্ন হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে।’

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!